বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শনিক ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বানারীপাড়া মহানাম সেবক সংঘের আয়োজনে বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে শনিবার (২৭ ডিসেম্বর) শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী।
উল্লেখ্য, ড. মহানামব্রত ব্রহ্মচারী ১৯০৪ সালের ২৫ ডিসেম্বর বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের খলিসাকোটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরন করেন। ১৯৩৩ সালে বাংলাদেশের এই কৃতি সন্তান আমেরিকায় দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন।
মহানাম সেবক সংঘের বানারীপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক কার্তিক বনিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রতন কুমার হালদার, সহ-সভাপতি হিমাংশু কুমার বিশ্বাস, বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি ও মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুন্ডু, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সম্পাদক তারক কর্মকার, লোকনাথ মন্দিরের সভাপতি বিটুলাল দে, বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, শিক্ষক প্রিয়লাল ঘোষ, শিক্ষক দিলিপ পাল, সমাজ সেবক পরিতোষ রায় প্রমুখ।