কাউখালীতে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৭ পিএম
কাউখালীতে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেন সাগর (৩০) কে পুলিশ নাশকতা মামলায় গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি।

তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জসীম উদ্দিনের পোষ্টাল লাগানোর সময় পোষ্টাল ছিড়ে বোমা হামলা করে আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইয়াকুব হোসাইন জানান, তার বিরুদ্ধে ২০২৫ সালে ২৮ মার্চ বোমা হামলা করে এলাকায় আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে