কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা সুশীল সমাজ সংগঠন( সিএসও) কমিটির অর্ধ- বার্ষিক সভা ২৮ ডিসেম্বর বেলা ১১ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপুর্ন জনগােষ্ঠির অধিকার সুরক্ষিত করার লক্ষো বে- সরকারী উন্নয়ন সংস্থা বারসিক এর এনগেজ প্রকল্পর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা সিএসও কমিটির সভানেত্রী আনজুমানারা বেগমের সভাপতিত্বে ও বারসিকের এনগেজ প্রকল্পের এরিয়া কর্মকর্তা বাবলু জােয়াদ্দারের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সম্ময়কারী মাহবুবুর রহমান , উপজেলা সিএসও কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা সিএসও কমিটির সদস্য মােঃ রিয়াছাদ আলী, শিক্ষক আব্দুর রউফ, মুনসুর রহমান সানা, ফজর আলী সরদার,আশিকুজ্জামান, রােজিনা খাতুন, রত্নেশ্বর রায় , রাসেল আহমেদ, নাসরিন সুলতানা,মামুন কবির, উম্মে হাবিবা প্রমুখ।