মাইনরিটি জনতা পার্টির মনোনয়ন পেয়েছেন যারা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ পিএম
মাইনরিটি জনতা পার্টির মনোনয়ন পেয়েছেন যারা

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের আধিক্য থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) গুরুত্বপূর্ণ সংসদীয় আসনকে চিহ্নিত করে প্রার্থী মনোনীত করেছেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আর.কে মন্ডল রবিন রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-সকলের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা সম্মুখীন বৈষম্য মোকাবেলার জন্য গঠিত বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মন্ডল মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন।

সূত্রে আরও জানা গেছে, রকেট প্রতীক নিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনয়ন পাওয়া ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন, বরিশাল-৫ (সদর) আসনে নিরঞ্জন চন্দ্র দাস। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে অনিল চন্দ্র দে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোজ প্রভাকর।

মাদারীপুর-২ আসনে দেশবরেন্য সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে পারুল রায়। নড়াইল-১ আসনে রঞ্জন কুমার রায়। বাগেরহাট-১ আসনে বাবু কুমার রায়। গোপালগঞ্জ-৩ আসনে সঞ্জয় চৌধুরী। ফরিদপুর-১ আসনে মৃন্ময় কান্তি দাস। ময়মনসিংহ-২ আসনে দ্রবব্রত গোস্বামী (দেবব্রত)। মাগুরা-২ আসনে ভবতোষ মুখার্জী।

চট্টগ্রাম-৯ আসনে মিন্ঠু দে। ২৯৮ খাগড়াছড়ি আসনে উশ্যেপ্রু মারমা। সুনামগঞ্জ-২ আসনে বিকাশ রঞ্জন রায়। দিনাজপুর-১ আসনে চিত্তরঞ্জন রায়। গাইবান্ধা-১ আসনে হরেন্দ্র নাথ বর্মন। কুড়িগ্রাম-২ আসনে রবীন্দ্র নাথ কর্মকার।

রংপুর-১ আসনে ভানু সেন। নাটোর-৪ আসনে বিজয় সরকার। ঠাকুরগাঁও-৩ আসনে কমলা কান্ত রায়। খুলনা-১ আসনে ইঞ্জিনিয়ার প্রবীর গোপাল রায় "সততাই শক্তি, পরিবর্তনের লক্ষ্য" শ্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর রকেট প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে