বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের আধিক্য থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) গুরুত্বপূর্ণ সংসদীয় আসনকে চিহ্নিত করে প্রার্থী মনোনীত করেছেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আর.কে মন্ডল রবিন রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-সকলের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা সম্মুখীন বৈষম্য মোকাবেলার জন্য গঠিত বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মন্ডল মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন।
সূত্রে আরও জানা গেছে, রকেট প্রতীক নিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনয়ন পাওয়া ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন, বরিশাল-৫ (সদর) আসনে নিরঞ্জন চন্দ্র দাস। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে অনিল চন্দ্র দে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোজ প্রভাকর।
মাদারীপুর-২ আসনে দেশবরেন্য সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে পারুল রায়। নড়াইল-১ আসনে রঞ্জন কুমার রায়। বাগেরহাট-১ আসনে বাবু কুমার রায়। গোপালগঞ্জ-৩ আসনে সঞ্জয় চৌধুরী। ফরিদপুর-১ আসনে মৃন্ময় কান্তি দাস। ময়মনসিংহ-২ আসনে দ্রবব্রত গোস্বামী (দেবব্রত)। মাগুরা-২ আসনে ভবতোষ মুখার্জী।
চট্টগ্রাম-৯ আসনে মিন্ঠু দে। ২৯৮ খাগড়াছড়ি আসনে উশ্যেপ্রু মারমা। সুনামগঞ্জ-২ আসনে বিকাশ রঞ্জন রায়। দিনাজপুর-১ আসনে চিত্তরঞ্জন রায়। গাইবান্ধা-১ আসনে হরেন্দ্র নাথ বর্মন। কুড়িগ্রাম-২ আসনে রবীন্দ্র নাথ কর্মকার।
রংপুর-১ আসনে ভানু সেন। নাটোর-৪ আসনে বিজয় সরকার। ঠাকুরগাঁও-৩ আসনে কমলা কান্ত রায়। খুলনা-১ আসনে ইঞ্জিনিয়ার প্রবীর গোপাল রায় "সততাই শক্তি, পরিবর্তনের লক্ষ্য" শ্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর রকেট প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।