ভোলার দৌলতখানের মদনপুর চর থেকে আগ্নেয়াস্ত্র সহ মোঃ আরমান ওরফে সমস্যা নামে এক যুবককে আটক করেছে কোষ্টগার্ড।
আরমানের বাড়ি দৌলতখান পৌরসভার ২ নং ওয়ার্ডে সে ওই এলাকার জয়নাল আবেদিনের ছেলে। সোমবার দৌলতখান থানায় কোস্টগার্ডের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানাযায়, ভোলার ইলিশার কোস্টগার্ডের অফিসার আবুল কালাম আজাদ রোববার সাড়ে চারটার দিকে সংবাদ পেয়ে মদনপুর চরের পাটোয়ারী বাজার থেকে পাঁচশত গজ দূরে খোলা মাঠে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র পাঁচটি কার্তুজ ও আটটি জাল একহাজার টাকার নোটসহ তাকে আটক করে।
অপরদিকে আরমানের বাবা জয়নাল আবেদিন সোমবার বিকালে দৌলতখান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, আমার ছেলে আরমানকে নেয়ামতপুর চরের তরমুজ চাষির টংঘর থেকে রোববার ১১ টার দিকে মদনপুর চরের চকেট জামালের লোকজন ধরে নিয়ে যায়। পরে তাকে মারপিট করে অস্ত্র ও জাল টাকা সহ কোস্ট গার্ডের কাছে ধরিয়ে দেয়। দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস জানান, কোস্ট গার্ডের অফিসার আবুল কালাম বাদি হয়ে থামায় একটি এজাহার দায়ের করেছে। পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।