পিরোজপুর ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম
পিরোজপুর ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী

পিরোজপুরের ৩টি আসনের মধ্যে একটি আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মাহমুদ হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ধনাঢ্য মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি  (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির মনোনয়নের প্রত্যাশায় ব্যাপক গণসংযোগও করেছিলেন। 

এব্যাপারে তার সাথে কথা হলে তিনি জানান তার মনোনয়নপত্র দাখিলে বিএনপির বেশকিছু নেতার সমর্থন আছে। এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান জানান, পিরোজপুর-২ আসনে মাহামুদ হোসেনের মনোনয়নপত্র দাখিল দল বিরোধী। একাজ করে সে দলীয় গঠনতন্ত্র অমান্য করেছেন। 

প্রসঙ্গত মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে বিএনপি মনোনয়ন দিয়েছে। এ আসনে জামায়াতের প্রার্থী পিরোজপুর-১ আসনের সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।