দেশের ৩ বারের প্রধানমন্ত্রী জাতীয়তাবদী দল বিএনপির সাবেক চেয়ার পার্সন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠানের নেতাকর্মীরা ৭ দিনের শোক কর্মসূচী পালন শুরু করেছেন।
মঙ্গলবার সকালে তীব্র ঠান্ডা উপেক্ষা করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা অর্ধনমিত করেন নেতার্মীরা। তারা কালোব্যাচ ধারন করে শোক কর্মসূচী সূচনা করেন। নেতা কর্মীরা নিজ দলের নেত্রীকে হারিয়ে শোকবিহবল হয়ে পড়েন। এখানে সকলের মাঝে বিরাজ করছে শোকাহত পরিবেশ।