হিলিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৭ পিএম
হিলিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

দিনাজপুরের হিলিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সব শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আজ বুধবার দুপুর ২ টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান বোয়ালদাড় মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা গায়েবানা জানাজা নামাজের আগে সকল নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।