জেলার আগৈলঝাড়া ও গৌরনদী থানা পুলিশের সদস্যরা ডেভিল হান্ট অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার রাজিহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত ভক্ত, ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য উত্তম মুন্সীকে আটক করা হয়। আটককৃতদের পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, উপজেলার নলচিড়া এলাকায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে যুবলীগ নেতা ফরিদ খলিফা ও শামীম মীরকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।