নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ইন্দুরকানী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য তৈরি হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বই দেওয়া হচ্ছে। বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছালেও কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে এখনো সব শ্রেণির সব বিষয়ের বই আসেনি। মাধ্যমিক স্তরে কোথাও আংশিক বই বিতরণ করা হয়েছে, আবার কোথাও শিক্ষার্থীরা বইয়ের অপেক্ষায় রয়েছে। শিক্ষকরা জানান, বই সরবরাহ সম্পূর্ণ হলে দ্রুত বাকি বই বিতরণ করা হবে।