সারিয়াকান্দিতে ফ্যাসিবাদ বিরোধী মিছিলে মনোনয়ন বাতিলের দাবি

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ পিএম
সারিয়াকান্দিতে ফ্যাসিবাদ বিরোধী মিছিলে  মনোনয়ন বাতিলের দাবি

সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (১জানুয়ারী) সন্ধায় জুলাই যোদ্ধা নয়ন ইসলামে নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন জুলাই যোদ্ধারা । মিছিলটি মসজিদ মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে এক সভায় বক্তব্য রাখেন । সভাপতিত্ব করেন, জুলাইযোদ্ধা নয়ন ইসলাম। তামিম ইকবাল, আব্দুর রহমান, লাল মাহমুদ লাল, বোরহান ইসলাম, শিশির মোস্তাফা, নাফিজ বীন নজরুল, আল-আমীন ও সমন্বয়ক আবদুর রহমান বক্তব্য দেন । বক্তারা বলেন, আহত জুলাই যোদ্ধারা অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এখনো রাজপথে রক্তের দাগ শুকাইনি। এমতাবস্থায় ফ্যাসিষ্ট হাসিনার দোসর, আওয়ামীলীগের মনোনয়ন বোড থেকে ছিটকে পরা,ডামী ভোট হিসেবে পরিচিতর প্রার্থী, আওয়ামীলীগ নেত্রী শাহাজাদাজী আলম লিপি (তবলা), কি ভাবে আসন্ন সংসদ নির্বাচনে প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেন ? শাহাজাদী আলম লিপির মনোনয়ন পত্র বাতিল ও গ্রেফতারের দাবী জানান তারা ।ওই বিক্ষোভ মিছিলে ছাত্র -জনতাও অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে