সুজানগরে পেঁয়াজের বাম্পার ফলন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৩ পিএম
সুজানগরে পেঁয়াজের বাম্পার ফলন

পাবনার সুজানগরে এ বছর মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পেঁয়াজের বাজারও বেশ ভাল। এতে পেঁয়াজ চাষীদের মুখে হাসি দেখা দিয়েছে।  উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৬‘শ ৭০হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। ইতিমধ্যে চরাঞ্চলের জমিতে আবাদ করা মুড়িকাটা পেঁয়াজ উঠা পুরোদমে শুরু হয়েছে। উপজেলার গোপলপুর গ্রামের কৃষক আজমল হোসেন বলেন বর্ষার পানিতে চরাঞ্চলের জমিতে পলি জমে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পেয়েছে। সেকারণে চরাঞ্চলের জমিতে আবাদ করা মুড়িকাটা পেঁয়াজের ভাল ফলন হয়েছে। উপজেলার চরসুজানগর গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন শেখ বলেন এ বছর চরাঞ্চলের প্রতিবিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের ফলন হয়েছে ৭০ থেকে ৮০মণ। কোন কোন জমিতে এর চেয়েও বেশি ফলন হয়েছে। বর্তমানে মুড়িকাটা পেঁয়াজের বাজারও ভাল। এতে পেঁয়াজ চাষীদের মুখে হাসি দেখা দিয়েছে। স্থানীয় পেঁয়াজ চাষী আজাহার আলী বলেন উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মৌসুমী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮‘শ থেকে ২হাজার টাকা দরে। বর্তমান এ বাজার অব্যাহত থাকলে মুড়িকাটা পেঁয়াজ চাষীরা খুশি। তবে বাজার এর চেয়ে কমলে পেঁয়াজ চাষীদের লোকসান হবে। উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের পেঁয়াজ চাষী জাহিদ হোসেন বলেন এ বছর ১বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ খরচ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। ফলে পেঁয়াজের আবাদ খরচ এবং উৎপাদনের হিসাব অনুযায়ী প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ কম পক্ষে ২হাজার টাকা বিক্রি করতে না পারলে পেঁয়াজ চাষীদের উৎপাদন খরচই উঠবেনা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন ভাল হয়েছে। বর্তমান বাজারও ভাল।