বরিশালের তিনটি আসনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ পিএম
বরিশালের তিনটি আসনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও দুইজনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, প্রথমধাপে বরিশাল-৫ (সদর), বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে দুটি মনোনয়ন বাতিল ও দুটি স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন-নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আজ শনিবার (৩ জানুয়ারি) বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া), বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। সূত্রমতে, শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রথমধাপের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-৪, বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের মোট ২১ জন প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রে আরও জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া দুইজন প্রার্থীর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী একেএম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনের অপর এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এরমধ্যে আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০ (বি) ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসংগতির কারণে বরিশাল-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ৪৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে