ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে (১ জানুয়ারি ২০২৬) বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মডেল মসজিদে অনানুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার ফিল্ড অফিসার ড. মাও.মো কামরুল হাসান, সদরের সুপার ভাইজার শফিকুল আলম সারওয়ার,মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, মডেল মসজিদের ইমাম ও খতিব মাও আব্দুল মতিন,কিশোরগঞ্জ মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাও আমিনুল হক, শিক্ষক মাও মাঈন উদ্দিন,শিক্ষিকা তাওহীদা আক্তার,ফারজানা আক্তার পলিসহ ইফার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ইফার কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ড. মাও.কামরুল হাসান জানান,ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) ৩১ ডিসেম্বরের মাধ্যমে পাঠদান সম্পন্ন হয়েছে।এবারে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপপরিচালক মো আবু বকর ছিদ্দিক জানান, অনানুষ্ঠানিকভাবে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) শিশুদের উৎসাহকে ধরে রাখার লক্ষ্যে জেলায় কিছু সংখ্যাক শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত সারা দেশে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ করা হয়েছে। (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে এ বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন ইফার মহাপরিচালক (জেলা জজ) আব্দুস ছালাম খান। নতুন বছরের প্রথমদিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষাকেন্দ্র ৭৩ হাজার। বাকি ১ হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত।