চরভদ্রাসনে স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতা গ্রেফতার

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৫:০৯ পিএম
storage/2026/january/06/news/fair-news-service_695ced70c1b34-1767697776.jpg

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের দুই নেতাকে গত সোমবার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে কোর্টে চালান করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্যা ডাঙ্গী গ্রামের মৃত শেখ তোতা মাঝির ছেলে নাজমুল হুদা নান্নু (৫৫) ও তার আপন ভাই মোঃ আলমগীর হোসেন (৩৮)। এদের মধ্যে বড় ভাই নাজমুল হুদা নান্নু ফরিদপুর জেলার আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের সভাপতি পদে এবং ছোট ভাই আলমগীর হোসেন সহ-সভাপতি পদে বহাল ছিলেন। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যাবসা ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে।  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারী বিকেলে ওই দুই নেতার গ্রামের বাড়ীতে আকস্মিক অভিযান চালায় পুলিশ। এ সময় ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামের তাদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে দুই নেতাকে গ্রেফতার করেন পুলিশ। পরে একই দিন রাতে তাদের কোর্টে চালান করা হয়। উক্ত এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দীপু ও সাবেক ইউপি সদস্য জুলহাস শিকদার সহ অনেকে জানান, বিগত আ’লীগ সরকারের আমলে গ্রেফতারকৃত দুই নেতা এলাকায় রমরমা ইয়াবা মাদকের ব্যাসা করেতো। সে সময় তারা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এবং একটি ভুয়া এনজিও দেখিয়ে এলাকার অনেকের নিরীহ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ওই দুই নেতা পদ্মা পারের চর এলাকায় সাধারন পরিবারের জন্য ভীতির কারন ছিল বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে