আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ বুধবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের সৌদি প্রবাসী বাবুল হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রবাসীর ছেলে আল-আমিন হাওলাদার জানান, ভবনের দুইটি দরজা ভেঙে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাতদল ভবনের মধ্যে প্রবেশ করে। এসময় ডাকাত দলের প্রবেশের আলাপ পেয়ে পরিবারের চার সদস্য এক রুমে আশ্রয় নিয়ে কৌশলে মোবাইল ফোনে আশেপাশের লোকজনকে খবর দেয়া হয়। মুহুর্তের মধ্যে এলাকাবাসী এগিয়ে আসলে কৌশলে ডাকাত দল পালিয়ে যায়। জানা গেছে, একই রাতে মাহিলাড়া গ্রামের আরো দুইটি বসতঘরে দুর্র্ধষ চুরি সংঘঠিত হয়েছে। এছাড়াও গত তিনদিন পূর্বে মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের চারটি বসতঘরে এবং চাঁদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। উভয় ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।