বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা

হানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে হেলমেট পরিহিত মুখোশধারী দুর্বৃত্তরা। মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানিয়েছেন, বুধবার দিবাগত রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। সাবেক যুগ্ম আহবায়ক ও সিটি কাউন্সিলর সৈয়দ আকবর জানান, ৩০/৪০টি মোটরসাইকেলযোগে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা, চাপাতি ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা চালায়। হামলাকারীরা তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরীর নাজিরের পোল এলাকা থেকে ১২টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত কয়েকজন ব্যক্তি কাউনিয়ার প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা চালায়। তারা বাসার গেট ও ভেতরে প্রবেশ করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ সময় আরও দুটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সাথে হামলায় যোগ দেয়। জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় বাসায় থাকা তার স্ত্রী ও দুই সন্তান আতঙ্কিত হয়ে পরে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে কারো নাম বলতে পারেনি ভুক্তভোগীরা। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে