সিপিএসসি লালবাগ ক্যাম্প এবং র্যাব-১৩ এর চৌকস আভিযানিক দল (রোববার ১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত গোপন তথ্য যাচাই ও নিশ্চিত হওয়ার পর, উক্ত আভিযানিক দল দ্রুত সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট অভিযান পরিচালনার লক্ষ্যে বর্ণিত স্থানে পৌছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি মো: তুহিন হোসেন (৩২), পিতা- মো: বাছের মোল্লা, সাং- হাউজিং নতুন কলোনি, থানা- খালিশপুর, জেলা- খুলনা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ম্যাগজিনসহ ১টি পিস্তল, ০২ রাউন্ড তাজা গুলি ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই অভিযান র্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন। অবৈধ অস্ত্র, মাদক এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ। আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র্যাবকে অবহিত করুন। আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।