নোয়াখালীর সেনবাগ উপজেলার ০৮ নং বীজবাগ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবদল নেতা জহিরুল ইসলাম পলাশের সার্বিক সহযোগিতায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরনে মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, যুবদল নেতা নূরুল আফসার ফয়সাল, বিএনপি নেতা ওয়াজী উল্লাহ জুয়েল,উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম রুবেল। মঙ্গলবার বাদ এশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের কোম্পানীর সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও তবারক বিতরণ করা হয়।