নাটোর-৩ এনসিপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ পিএম
নাটোর-৩ এনসিপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনিত প্রার্থী এনসিপির এসএম জার্জিস কাদির বাবুর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় সিংড়া বাসস্ট্যান্ডে নাটোর-৩ সিংড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসএম জার্জিস কাদির বাবু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোর জেলা সদস্য সচিব ও রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। বৃহস্পতিবার ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিংড়ার এই আসনে প্রফেসর জার্জিস কাদির বাবুকে প্রার্থী ঘোষণা করা হয়। মানববন্ধনে মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধাদের পক্ষে মেহেদী হাসান, বায়জিদ হোসেন, সচেতন নাগরিকের পক্ষে আল আমিন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে