বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মাহিন্দ্রা শ্রমিকদের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ঈশার বাদ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে আগৈলঝাড়া মাহিন্দ্রা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দোয়া-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া মাহিন্দ্রা শ্রমিকদের সাবেক সভাপতি মো.জাহিদ হোসেন গোমস্তা ওরফে চাঁন মিয়ার সভাপতিত্বে দোয়া মোনাজাত পূর্ব আলোচনা সভায় হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দল সভাপতি মো. আল সজল আলাল, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া মাহিন্দ্রা শ্রমিকদের সভাপতি মো.জুয়েল মোল্লা, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সভাপতি মো,মিঠু মির, সাধারণ সম্পাদক মো.মিজান জোমদ্দার, আগৈলঝাড়া মাহিন্দ্রা শ্রমিকদের সাবেক সভাপতি মো.ইদ্রিস ফকির, এরশাদ ফকির, মহিদুল মোল্লা, ইউছুফ শাহ, সাংগঠনিক সম্পাদক লোকমান বেপারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।