নির্বাচনের প্রচারাভিযানে সংযম, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপি ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। যেকোনো ধরনের সহিংস আচরণ ও উত্তেজনাপূর্ণ বক্তব্য না দেয়ার জন্য তারা মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান করেন। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)’র অর্থায়নে মঙ্গলবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত ‘নির্বাচনি সৌহার্দ্য সংলাপ’-এ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসব অঙ্গীকার করেন। সংলাপে অঙ্গীকারনামা দিয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি, মহানগর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নেতৃবৃন্দসহ বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সভায় বক্তারা বলেন, আমরা অতীতের রাজনীতির চর্চা ভুলে যেতে চাই। নির্বাচন কেন্দ্রীক হামলা-মামলা, ভোট কেন্দ্র থেকে প্রতিপক্ষের পুলিং এজেন্টদের বের করে দেয়ার প্রচলন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগামীর রাজনীতি হবে মেধার ও সৌহার্দ্যের রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে নিজের ও দলের কর্মপন্থা ভোটারদের কাছে উপস্থাপন করবেন।