বরিশাল-৩ আসনে জাপার দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ১১:০২ এএম
বরিশাল-৩ আসনে জাপার দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টির তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে (২০ জানুয়ারি) দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জাপার একক প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন তাপস ২০ জানুয়ারি বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন তাপস জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একইসাথে তিনি জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুকে সমর্থন দেওয়ার পাশাপাশি নির্বাচনে টিপুর পক্ষে মাঠে কাজ করবেন বলেও ঘোষণা দিয়েছেন। অপরদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বরিশাল-৩ আসনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তারা হলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচএম ফারদিন ইয়ামিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আজমুল হাসান জিহাদ। প্রার্থীরা প্রত্যেকে সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বরিশালের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খাইরুল আলম সুমন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।