ফয়জুল করিমকে সমর্থন দিয়ে সড়ে দাড়ালো এবি পার্টি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ এএম
ফয়জুল করিমকে সমর্থন দিয়ে সড়ে দাড়ালো এবি পার্টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এসময় সাংবাদিকদের তিনি (নাহিদ) বলেন-অতীতে বরিশালে বিভিন্ন সময় বিভিন্ন দলের প্রভাবশালী নেতারা সংসদ সদস্য, হুইপ, প্রতিমন্ত্রী ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়নি। তিনি আরও বলেন, এখন বরিশালের জন্য সৎ, যোগ্য ও নতুন নেতৃত্বের প্রয়োজন। এ ধরনের নেতৃত্ব ছাড়া বরিশালের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অ্যাডভোকেট তারিকুল ইসলাম নাহিদ বলেন-এবি পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। জোটের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অ্যাডভোকেট নাহিদ বলেন, আমরা চাই হাতপাখা প্রতীক বরিশাল সদর তথা বরিশাল-৫ আসন থেকে বিজয়ী হোক। এই লক্ষ্য অর্জনে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাবো। অপরদিকে এবি পার্টির এ সিদ্ধান্তকে বরিশাল সদর আসনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একইদিন বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তিনিও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিশ্লেষকদের মতে, জোটগত সমর্থনের ফলে এপি পার্টি ও দলের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে হাতপাখা মার্কার প্রার্থীকে সমর্থন দেওয়ার পর আসনটিতে নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।