আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্যন্য প্রার্থীরা। গত বুধবার বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকা থেকে পুরাতন বাজার পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করেন এবং ধানের শীষের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা তাঁর সাথে ছিলেন। গতকাল বৃহস্পতিবার চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ করা হয়। এদিকে বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক এমপি,স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কেএম আনোয়ারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ভাঙ্গুড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এরআগে বুধবার রাতে নিজ বাসভবনে কেএম আনোয়ারুল ইসলাম কর্মী-সমর্থকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এছাড়া নির্বাচনী প্রচার শুরু করেছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আলী আছগার,গণধিকার পরিষদের হাসানুল ইসলাম রাজাসহ অন্যরা। পাবনা-৩ আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।