ইসলাম কারো ব্যক্তিগত দল না : আবুস সাঈদ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম
ইসলাম কারো ব্যক্তিগত দল না : আবুস সাঈদ
ইসলাম কারো ব্যক্তিগত দল না, কারো ব্যক্তিগত সম্পদও না। ইসলামকে রক্ষা করার দাত্বি সবার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভায় এ কথা বলেন। বাঘা উপজেলার আড়ানী চকসিংড়া কাছেমুল উমূল কওমি মাদ্রাসা থেকে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভায় তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান হিন্দু-মুসলমানদের নিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে চায়। যে সব মসজিদ. মাদ্রাসা, মন্দ্রির মানুষের সহায়তা নিয়ে চলে, সেই সব প্রতিষ্টানের দায়িত্বপ্রাপ্তদের সম্মানি ভাতা দিবন বলে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। নির্বাচনে ভোট চাওয়ার সবার অধিকার রয়েছে। আমাদেরও রয়েছে। কারও প্রতি হিংসা বিদ্দেশ নাই। অনেকেই মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই মিথ্যা কথা ও মিথ্যা সান্তনা থেকে বিরত থাকবেন। নির্বাচনি প্রচারনা সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। আড়ানী কাছেমুল উমূল কওমি মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, সাংগঠনিক সম্পাদক লিটস হোসেন. সহসভাপতি আফতাব হোসেন, অধ্যাপক রুহুল আমিন, বিএানপি নেতা রাসেদুল ইসলাম, মহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে