চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলণ

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম
চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলণ

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে অবাধে চলছে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলণ ও ভিডি মাটি কাটার  মহোৎসব। ভোড় থেকে সন্ধা পর্যন্ত অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলণ করে ডাম্পার ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন এবং সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ভিডি বালু ব্রহ্মপুত্র নদের পাড় কেটে ছয় চাকার ট্রাক্টর দিয়ে বিভিন্ন যায়গায় বিক্রি করে আসছেন। এলাকাবাসীসূত্রে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আওয়ামী নেতাকর্মীদের ছত্রছায়ায় প্রভাবশালী সিন্ডিকেট নদের বালু ও পাড় কেটে ভিডি মাটি বিক্রয় করতো। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও আওয়ামীকর্মীরা কতিপয় বিএনপি নেতাকর্মীর সহায়তায় বালু ব্যবসা চালিয়ে যাচেছ। সরেজমিনে দেখা যায়, থানাহাট ইউনিয়নের রাজারভিটা, পুটিমারী কাজলডাঙ্গা, মাঝস্থল, হাটিথানা, রমনা ইউনিয়নের রমনা ঘাট, গুড়াতি পাড়া, জোড়গাছ রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল, ফকিরেরহাট এলাকায় চলছে বালু উত্তোলণ ও ভিডি মাটি কাটা। ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলণ ও ভিডি মাটি কাটার ফলে হুমকীর মূখে পড়েছে ডান তীর রক্ষা প্রকল্প, পাউবো বাঁধ, রাজারভিটা ফাযিল ডিগ্রী মাদ্রাসা, রাজার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা রেলওয়ে স্টেশন, হাটিথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য পাকা ও কাঁচা রাস্তা, বসতবাড়ি ও শতশত একর ফসলি জমি। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলণ ও পাড় থেকে ভিডি মাটি কাটার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি বালু উত্তোলণ মাটি কাটার অপরাধে বেশ কিছু ট্রাক্টর আটক ও ৩জন চালক কে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে যারা বালু উত্তোলণ ও মাটি কাটছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে