আবারও শৈত্য প্রবাহ বিপর্যস্ত জনজীবন

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম
আবারও শৈত্য প্রবাহ বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামের চিলমারীতে আবারও শৈত্য প্রবাহ শুরু হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ৩ দিন থেকে এ এলাকায় সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমুল মানুষ। শিশু ও বৃদ্ধরা শ্বাস কষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ কাজ ছাড়া লোকজন ঘর হতে বাহির হচেছ না। গরম কাপড়ের অভাবে চরাঞ্চলের গরীব অসহায় লোকজনকে নিদারুন কষ্ট পোহাতে হচ্ছে। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সÑএ ভর্তি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে