কুড়িগ্রামের রাজারহাটে জমির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ধাক্কা মেরে খুন করলো ষার্টোদ্ধ এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে, সোমবার(২৬জানুয়ারী) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে। এলাকাবাসী ও পুলিশ ও মধূ শীলের ছেলের স্ত্রী সৃষ্টি রানী জানান, ওই গ্রামের নাপিত পাড়ার খগেন্দ্রশীলের ছেলে মধু চন্দ্র শীল(৬২) এর সাথে প্রতিবেশী আবেদ আলীর জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনারদিন সোমবার(২৬জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে মধুশীল তার বাড়ির সামনে সীমানায় গাছ লাগানোর সময় প্রতিপক্ষ আশারাফ আলী(৪৫) বাধা দেয়। এমনকি এসময় আশরাফ আলীর বাবা আবেদ আলী গাছগুলো তুলে ফেলে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম ও তার লোকজন মধুশীলকে ধস্তাধস্তির করে ধাক্কা দেয়। এতে করে তিনি পাশের নলকুপের গোড়া পাকা প্লাস্টারে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মধুশীলের লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে বিকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার পর ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এসময় ঘাতক আশরাফ আলী(৪৫)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। মধুশীলের স্ত্রী ও ছেলে পলাশ শীল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। উমরমজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবির আদিল হত্যার বিষয়টি নিয়ে বলেন অনেকের মুখে শুনলাম মধুকে ধাক্কা মেরেছে। এ রিপোর্ট বিকাল সাড়ে ৫টায় লেখা পর্যন্ত রাজারহাট থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।