লালপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যানার পোড়ানোর অভিযোগ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ পিএম
লালপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যানার পোড়ানোর অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলিয়ে রাখা বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার রাতের আঁধারে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনাটি নজরে এলে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়ে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচন এজেন্ট- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু জানান, জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় স্থানীয় জনগণ ও সাধারণ ভোটারের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ভীত হয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ মহল গত রাতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ব্যানার পুড়িয়ে দিয়েছে। আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি, এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ জানান, বিষয়টি অবগত হয়েছি। পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে