নওগাঁর ধামইরহাটে উপজেলার আলমপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বিকেলে উপজেলার শেখাহাটি বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। এ সময় আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলম। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলামিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের যগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, ওমর ফারুক রুমন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।