মোহনপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাকর্মীরা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ পিএম
মোহনপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাকর্মীরা
রাজশাহীর মোহনপুরে সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের চাঁদপুর এলাকার নোপাড়া মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখা অফিসে,উপজেলা জামমায়াতে আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল জি,এম,আব্দুল আওয়াল, ও জামায়াতে ইসলামী নেতা এবং কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ,স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল মালা পরিয়ে সাদরে গ্রহণ করেন। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটিতে যোগদান করেন। এলাকায় তারা বিএনপির ত্যাগী নেতা হিসেবে পরিচিত। জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সদ্য সাবেক বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদ চৌধুরী বলেন, আমিসহ আমরা অনেক চিন্তা-ভাবনা করে স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। বিএনপির সকল পর্যায় থেকে বিরত ঘোষণা দিলাম। কারও প্রতি কোনও বিদ্বেষ কিংবা মনোমালিন্য আজ থেকে থাকবেনা। নেতা হতে নয়, জেনে বুঝে ভালো লাগা থেকে জামায়াতে যোগ দিলম। এখন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সাথে থাকতে চাই। মোহনপুর উপজেলা জামায়াতের আমির জি এ এম আব্দুল আওয়াল বলেন, রশিদ ভাইসহ, বিএনপি নেতা কর্মীরা কয়েকদিন আগে থেকে জামায়াতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় আমরা তাদেরকে বিএনপির সকল কার্যক্রম থেকে অব্যাহত থাকার পরামর্শ দিই। তারা সময়মত আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি আরও বলেন,জামায়াতে যোগ দিলেই নেতা হওয়া যায় না। বিএনপি থেকে এসে জামায়াতে নেতৃত্ব পেতে হলে এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায়সহ সিলেবাসভুক্ত বই পড়তে হয়, ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। ব্যক্তিগত মানোন্নয়নসহ সাংগঠনিক নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয়। নেতৃত্বের যোগ্যতা তৈরি হলে তখনই নেতা হতে পারবেন, অন্য থায় নয়। বিএনপির নেতৃবৃন্দরা সব জেনে বুঝে জামায়াতে যোগ দিয়েছেন।