দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর কদমতলী থানা এলাকায় সংঘটিত লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০) হত্যা মামলার আসামি মো: জাহাঙ্গীর (৩২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ০৬ জানুয়ারি রাতে ভিকটিম লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০)’কে কদমতলী থানাধীন ৬১ নং ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় আসামি মো: জাহাঙ্গীর (৩২)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র ব্যবহার করে উপর্যুপরি আঘাত করে ভিকটিমকে কুপিয়ে হত্যা করে এবং আসামিগণ বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখ- ০৭/০১/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী, ২০০৮ এর ৩। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্প এর আভিযানিক দল ২৬ জানুয়ারি বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ বাজার এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: জাহাঙ্গীর (৩২), পিতা- মো: আলতাফ হোসেন, সাং- মেডিকেল রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।