ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের পাশাপাশি হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গেলে আজ (২৭ জানুয়ারি) দুপুরে সেখানে তিনি এই হামলার শিকার হন।
জানা গেছে, তিনি সকাল থেকে শান্তিনগর এলাকায় তার নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গেলে তাকে সেখানে ডিম নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে তার ওপর হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক হলে তিনি দুপুর দেড়টার কিছু আগে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢ়ুকে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাটোয়ারী।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘আজকে আমার ওপরে ডিম ছুঁড়েছে। অ্যাটাক করেছে। আমরা আশা করব যে, এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারার ভয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।’
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাসের উদ্দেশ্যে বলেন, ‘মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। হাবিবুল্লাহ কলেজ মাঠে যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে- জনগণকে বলবো, ১২ তারিখে হ্যাঁ ভোটে রায় দিন। শাপলা কলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে গণজোয়ার করে নতুন নামে বাংলাদেশ গঠন করুন।’