আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:১৬ পিএম
আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যাবলী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই মোঃ আলাউদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি যথাক্রমে বর্ষালুপাড়া বিজিবি’র নায়েক সুবেদার মোঃ হেলাল উদ্দীন ও গিরাগাঁও বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো পশিম উদ্দীন, আটোয়ারী পল্লী বিদ্যুৎ অফিসের ইনস্পেক্টর মোঃ ফরহাদ হোসেন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের দগ্তর প্রধান এবং প্রতিনিধিগণ। উল্লেখ্য, সভায় উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা নিরসন, স্থানীয় মাংস বিক্রেতাগণদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ পূর্বক সুস্থ পশু জবাই করণে উদ্বুদ্ধকরণ সহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সকলকে আচরণবিধি মেনে চলতে এবং প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে আচরনবিধি লঙ্ঘন রোধে সবার সহযোগিতা চান অনুষ্ঠিত সভাদ্বয়ের সভাপতি নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবী।

আপনার জেলার সংবাদ পড়তে