পাবনার চাটমোহর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিতত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে করণীয়,রাজনৈতিক প্রতিহিংসা বর্জন,প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ ইনু,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী,সাংবাদিক রকিবুর রহমান টুকুন,প্রধান শিক্ষক আরকেএম আব্দুর রব মিঞা প্রমুখ।