কাহারোলে কুয়াশার কারণে বোরো বীজের চারা বিবর্ণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০১:১২ পিএম
কাহারোলে কুয়াশার কারণে বোরো বীজের চারা বিবর্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধানের চারাগুলি তীব্র শীতের কারণে হলুদ ও বিবর্ণ হয়ে যাচ্ছে। এতে করে বোরো চাষীরা দুঃশ্চিন্তায় পড়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে বোরো চাষীরা তীব্র শীত ও কুয়াশার হাত থেকে বোরো ধানের চারাগুলিকে রক্ষা করার জন্য সকালে পানি দিচ্ছে বোরো ধানের বীজতলায়।  কেউ বা রাতে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন এবং সকালে পলিথিন উঠিয়ে নিচ্ছেন বীজতলা থেকে। উপজেলার ডাবরগ্রামের কৃষক সত্যেন জানান, তীব্র শীতের হাত থেকে রক্ষার জন্য পানি দেওয়া হচ্চে বোরো ধানের বীজতলায়। একই গ্রামের কৃষক সুভাস বলেন, এবার আমি ৬ বিঘা বোরো ধান লাগার জন্য ১২ শতক জমিতে বোরো বীজ বপন করেছি চারাগুলি বড় হয়েছে কিন্তু তীব্র শীত ও কুয়াশার কারণে হলুদ ও বিবর্ণ হয়ে যাচ্ছে। তাই বীজতলাকে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। মুকুন্দপুর গ্রামের চাষী শাহজাহান বলেন, বোরো ধানের চারা রক্ষার জন্য প্রতিদিন পরিচর্যা করতে হচ্ছে যাতে করে চারাগুলি সতেজ থাকে। রামপুর এলাকার কৃষক জিন্নাহ বলেন, বোরো ধানের চারাগুলি কুয়াশার হাত থেকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়েছে। তিনি এবার ৮ একর জমিতে বোরো ধান লাগাবেন বলে জানান। কৃষক আইয়ুব আলী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ধান লাগানো শুরু করবে কৃষক। 


কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, বোরো ধানের চারাগুলি যাতে সতেজ থাকে সেইজন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বোরো ধানের চারাগুলিতে পানি দেওয়ার জন্য বলা হচ্ছে কৃষকদের এবং কৃষিবিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে চারাগুলির কোন ক্ষতি না হয়।


আপনার জেলার সংবাদ পড়তে