নির্বাচন কমিশনার সানাউল্লাহ

জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে আয়োজন সম্ভব নয়

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ পিএম
জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে আয়োজন সম্ভব নয়

জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, "আমাদের সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন। এ সময় অন্যান্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও জাতীয় নির্বাচনের জন্য কোনও কিছু করা ঠিক হবে না, যা তাকে ব্যাহত করতে পারে।"

রোববার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়, তবে সেটি করা সম্ভব। তবে জাতীয় নির্বাচন প্রস্তুতির কথা মাথায় রেখে অন্য নির্বাচন পরিচালনা করতে হবে।

এসময় তিনি জাতীয় পরিচয় নিবন্ধন আইন নিয়ে আলোচনার বিষয়েও জানান। তিনি বলেন, "জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এনআইডি ডাটাবেজ কমিশন করেছে, তাই এটি অন্য দপ্তরের হাতে দেওয়া যৌক্তিক নয়। আমরা এ বিষয়ে পত্রালাপের সিদ্ধান্ত নিয়েছি।"

ইসি সানাউল্লাহ আরও বলেন, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এছাড়া, চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ফরম পূরণে সাধারণ নাগরিকদের ভোগান্তির বিষয়ে সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে যাতে ফরমটি সহজ করা যায়।

এদিকে, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন একসঙ্গে আয়োজন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সব নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়। সরকার যদি মনে করে, কিছু নির্বাচন আগে করাতে হবে, তাহলে সেক্ষেত্রে কমিশন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে।"

তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী পরিবেশ সংশোধনে সংস্কার কমিশনের প্রস্তাবনা আসলে আইন ও বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে