মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামাল সহ ৭ ডাকাত গ্রেফতার

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৩০ পিএম
মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামাল সহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়ীতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল সহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মোঃ রুবেল হোসেন ( ৩৭) , মোঃ সালাহউদ্দিন চৌকিদার ( ৩৭ ) , মোঃ সজিব মিয়া ( ২৫ ) , মোঃ ফয়সাল ( ২৭) , মিলন ( ৩৮) , মোঃ ওবায়দুল হক ( সুমন ( ২৭) , এবং উজ্জল দাস ( ৪৮)। আজ শনিবার দুপুরে  মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান , শ্রীনগরে গত ৫ জানুয়ারী অতিরিক্ত সচিবের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।এ ব্যপারে রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি ডাকাতি মামলা করে। ঘটনার সাথে জড়িতদের আটকে থানা পুলিশ এবং গোয়েন্দা পুরিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে লুন্ঠিত ৫ ভরি স্বর্নালংকার নগদ ৫৫ হাজার টাকা  সহ ডাকাতির সময় ব্যবহৃত দাড়ালো অস্ত্র , মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতার কৃতরা হলো মোঃ রুবেল হোসেন ( ৩৭) পিতা মৃত খালেক হাওলাদার  , শ্রীনগর , মুন্সীগঞ্জ মোঃ সালাহউদ্দিন চৌকিদার ( ৩৭ ) পিতা নুর রচৌকিদার , কেরানীগঞ্জ , ঢাকা, মোঃ সজিব মিয়া ( ২৫ ) পিতা মৃত লিটন মোল্লা , পল্লবী , ঢাকা মোঃ ফয়সাল ( ২৭) পিতা মোঃ মজিবর দেওয়ান , দোহার , ঢাকা   মিলন ( ৩৮) পিতা মন্টু মিয়া , ফুলবাড়ী ,দিনাজপুর   মোঃ ওবায়দুল হক  সুমন ( ২৭) পিতা আড়াইহাজার , নারায়নগঞ্জ  এবং উজ্জল দাস ( ৪৮) পিতা মৃত রাধ্যেশ্যম , দোহার , ঢাকা। 

আপনার জেলার সংবাদ পড়তে