দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পরিষদ কার্যালয়ে ৯ টি ওয়ার্ডের অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কাপাসিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুজ্জামান বেপারী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন খান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ টিপু, তরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, তরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমরান হোসেন অ্যাপোলো, সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।