তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৬ এএম
তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে এবং এর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম ধাপে তবলিগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজামের অনুসারীরা অংশ নেবেন। এটি ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে, যেখানে মাওলানা জোবায়েরপন্থিরা অংশগ্রহণ করবেন। এরপর আট দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ ধাপে সাদ অনুসারীরা অংশ নেবেন।

বিশ্ব ইজতেমাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মুসল্লিদের পারাপারের জন্য সেনাবাহিনী তুরাগ নদের ওপর পাঁচটি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টুন ব্রিজ নির্মাণ করেছে। অজু, গোসল ও খাবারের পানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমায় দেশের ৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে গাজীপুর, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও ঢাকার একাংশসহ মোট ৪১ জেলার মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে সিলেট, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

দুই পর্বে ইজতেমা আয়োজনের কারণ সম্পর্কে তিনি জানান, মুসল্লিদের সংখ্যা এত বেশি যে ইজতেমা মাঠের ১৬০ একর জায়গায় অবস্থান করা কষ্টদায়ক হয়ে পড়ছে। ফলে দুই ধাপে ইজতেমা হওয়ায় মুসল্লিদের ভোগান্তি কিছুটা কমবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) নুর মোহাম্মদ নাসিরুদ্দিন জানিয়েছেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সাদ অনুসারীদের ইজতেমা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশি-বিদেশি লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। ধর্মীয় এই বৃহৎ সমাবেশে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে