পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন (৪০), হাসান আলী (৪২), সেলিম ইসলাম (২৬), আছাদুল ইসলাম (২৬), রুহুল আমিন (২২) ও শাহিন ইসলাম (৩৫)। এসময় ৩৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাভন ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করে থানা-পুলিশের নিকট সোর্পদ করা হয়। দণ্ড প্রাপ্তদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী। এসময় ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসআই আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।