নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে রংপুর জেলা ম্যাজিস্ট্রেট।
জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা। পুরুষ ফুটবল খেলায় বাধার সৃষ্টি না করলেও নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বাঁধার সৃষ্টি করে ইসলামীক আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) তারাগঞ্জের নেতারা। বৃহস্পতিবার তারাগঞ্জ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বুড়িরহাট স্কুল মাঠ ঘেরাও করতে মাইকে প্রচার চালাতে থাকে। এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
রংপুর জেলা ম্যাজিস্ট্রেট ও তারাগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নে চাল্লিয়া বুড়িরহাটের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের পুরুষদের খেলা অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার বিকেলে নারী ফুটবল ম্যাচের আয়োজন করে খেলার আয়োজক কমিটি। কিন্তু খেলাটি বন্ধ করতে বুধবার থেকেই কঠোর অবস্থান নেয় একটি পক্ষ। এতে উপজেলা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী ও থানা পুলিশসহ উপজেলার হলরুমে আলোচনায় বসে উপজেলা প্রশাসন।
আলোচনায় কোন পক্ষই নিজেদের সিদ্ধান্ত থেকে সড়ে না দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। উপজেলা প্রশাসন বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিক বুড়িরহাট স্কুল মাঠসহ আশেপাশের অর্ধ কিলোমিটার এলাকায় বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি করে এক সাথে দুই জনের বেশি সাধারণ মানুষের চলাচল ও সমাবেশ নিষিদ্ধ করে নোটিশ জারি করে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় নোটিশে।