সাটুরিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১১ পিএম
সাটুরিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন  করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল আলম, বালিয়াটি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফসহ আরও অনেকেই।

পরে বিভিন্ন গ্রূপে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ গ্রহণ করে। বিকালে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে