১২ দলীয় সমন্বয়ক এহেসানুল হুদা

ফ্যাসীবাদের প্রেতাত্মারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৪ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ফ্যাসীবাদের প্রেতাত্মারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে

সোমবার বাজিতপুর উপজেলার হালিমপুর মেডিকেল মাঠে প্রধান অতিথি হিসাবে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এহেসানুল হুদা বলেন, ফ্যাসীবাদের প্রেতাত্মারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। গত সাড়ে ১৫ বছর ফ্যাসীবাদ সরকারের প্রধান শেখ হাসিনা জনগণের ভোটের অধিকারকে হরণকরে ক্ষমতায় ছিলেন। এরই ধারাবাহিকতায় দেশে গুম, খুন, হত্যা, নির্যাতনসহ অন্যান্য কাজ করেছেন ফ্যাসীবাদের নেতাকর্মীরা। তিনি বলেন, ফ্যাসীবাদসহ তার ৩০০ সংসদ সদস্য দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি নিজে ফ্যাসীবাদের সরকারের আমলে অনেক সুযোগ সুবিধা পেয়েও তা নেননি। না নেওয়ার কারণে তিনি জুলাইয়ের  ছাত্র আন্দোলনে ১৬টি মামলা রয়েছে তার মাথায়। এর মধ্যে দুটি মামলায় জামিনে রয়েছেন। তার পরেও তাদের কাছে মাথানত করেননি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত মাঠে রয়েছেন। বাজিতপুরে এক আশরাফ পালালেও বর্তমানে তাদের মতই আরেক আশরাফ জন্ম নিয়ে নদী দখল, বিল দখল, চাঁদাবাজীতে মত্ত রয়েছে। তিনি আরও বলেন, তার সমাবেশকে বাঞ্চাল করার জন্য একটি চক্র থাকলেও জনগণের রুখের মুখে তারা আর এগুতে পারেনি। জনগণ তার কাছে  আছে বলেই এই চক্রটি সমাবেশকে বাঞ্চাল করতে পারেনি। আরও বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূইয়া, জেলা যুব দলের সহসভাপতি এডভোকেট শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আমিনুজ্জামান শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন, যুবদল নেতা আকরামুল ইসলাম রুবেল, পৌর কৃষক দলের সভাপতি সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল হক সোহেল, কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, তারেক আহম্মেদ ভূইয়া, হালিমপুর ইউনিয়ন ওয়ার্ড সভাপতি সাইফুল, স্বেচ্ছাসেবক দল সভাপতি পারভেজ, জারইতলা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি আলম মেম্বার, দিলালপুর ইউনিয়নের ছাত্রদল নেতা ভূবন, পারভেজ প্রমুখ। এই জনসভাটি সভাপতিত্ব করেন, হালিমপুর ইউনিয়নের সাবেক রবার্স স্কাউট অধিনায়ক মোঃ আনিছুর রহমান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে