তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ফাগুন হাওয়ায়। বৃহস্পতিবার চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,বিএনপি নেতা ভিপি সেলিম রেজা,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।