জীবনের ঝুঁকি মোকাবেলা এবং স্বাস্থ্য সহায়তা প্রদানের প্রত্যয়ে পাবনার সুজানগরে এক বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র উদ্যোগে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১৫০জন বীমা কর্মী অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএম মনিরুল আলম। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এমডি ফকরুদ্দিন আসিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মনসুর আহমেদ, উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুল ওহাব দুলাল ও সহকারী প্রকল্প পরিচালক তানজিলা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসাসেবা বিভাগের প্রধান শাহাদাত হোসেন।