পাবনার বেড়ায় হাওয়া (৩৫) নামের এক গৃহবধুকে যৌতুকের দাবিতে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর স্বামী এবং তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে।
পুলিশ ও গৃহবধুর পারিবারিক সূত্রে জানা যায়, মাসখানেক আগে সাঁথিয়া করমজা ইউনিয়নের শামুকজানী গ্রামের বাসিন্দা আবদুল মান্নান এর মেয়ে হাওয়া তার তিন সন্তান ও স্বামীকে ছেড়ে বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের মুন্নাফকে বিয়ে করে। মান্নানের প্রথম স্ত্রীর ঘরেও পাঁচ সন্তান রয়েছে। বিয়ের পর সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী ও তার প্রথম স্ত্রীর সাথে তার মাঝে মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধরও করা হতো। গত বুধবার সকাল ১১টার দিকে হাওয়ার অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ মুন্নাফের বাড়ি থেকে হাওয়ার লাশ উদ্ধার করে। প্রথমে বিষয়টিকে আতœহত্যা বলে বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও পরে অবস্থা বেগতিক দেখে প্রথম স্ত্রীসহ স্বামী গা ঢাকা দেয়। মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে নতুন পুরাতন ব্লেড জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কাটার দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে স্বামীসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।