নওগাঁর পোরশায় চুরি করে নিয়ে আসা চারটি গরু এবং এক মহিলা সহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ। অপরদিকে মিজানুর রহমান নামে অপর এক ব্যাক্তি পলাতক রয়েছে বলে জানাগেছে। আটককৃতরা হলো ঢাকা আমিন বাজার বড়দেশী গ্রামের হযরতের ছেলে লিটন(৫৫), পোরশা সোমনগর শিতলী গ্রামের মিজানুরের স্ত্রী রিতা(২৪), ইদ্রিস সোনারের ছেলে হামিদুল(৫৫) ও সাদেকুলের ছেলে মনিরুল(২৫)। থানা সুত্রে জানাগেছে, ঢাকা সাভার উপজেলার আমিন বাজারের গরু ব্যবসায়ী মৃতু ওয়াজদ্দিনের ছেলে মিয়াজ উদ্দিনের গরু দেখভাল করতো একই এলাকার হযরতের ছেলে লিটন। সেখানে বসবাস করতো পোরশা উপজেলার সোমনগর সুতলী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে মিজানুর ও তার স্ত্রী রিতা। শুক্রবার রাতে মিজানুর ও তার স্ত্রী রিতার যোগসাজসে লিটন ৫টি গরু চুরি করে নিয়ে পোরশায় মিজানুরের বাসায় পালিয়ে আসে। এ ঘটনায় গরুর মালিক মিজানুরের ঠিকানা খুজে বের করে শনিবার পোরশা থানায় অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ওই দিন রাতে অভিযান চালিয়ে মিজানুরের বাড়ি থেকে ৪টি গরু উদ্ধার ও ৪ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে হামিদুল ও মনিরুলকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকৃত গরু মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক লিটন ও রিতাকে সাভার থানায় মামলা দেওয়ায় সেখানে পাঠানো হয়েছে বলে জানাগেছে।