নওগাঁর সাপাহারে বজ্রপাতে জাইদুল ইসলাম(৫০) ও চুটু(৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। জানাগেছে, রবিবার সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রাম এলাকার এক মাঠে ধান কাঁটা শ্রমিক চুটু বোরো ধান কাটছিল। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে ওই ধান কাঁটা শ্রমিক নিহত হয়। নিহত চুটু চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। অপর দিকে উপজেলার উত্তর কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা মৎস্য জীবি জাইদুল ইসলাম প্রতি দিনের ন্যায় মাইল বিলে নৌকা নিয়ে মাছ ধরার সময় তার উপর বজ্রপাত হলে ঘটনা স্থলেই তিনি নিহত হয়। সারা দিনেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিকেল ৫টার দিকে মাহিল বিলে তার নৌকার পাশে থেে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত জাইদুল উত্তর কলমুডাংগা গ্রামের মৃত: ইয়াসিন আলীর ছেলে বলে জানাগেছে। সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ সামশুল আলম শাহ বজ্রপাতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।